- বাংলাদেশ
- গৃহবধূ সৌরভীকে হত্যার পর ভারতে পালিয়ে ছিল আসামি প্রণব
গৃহবধূ সৌরভীকে হত্যার পর ভারতে পালিয়ে ছিল আসামি প্রণব

খুলনার ডুমুরিয়া উপজেলার বলাবুনিয়া গ্রামের গৃহবধূ সৌরভী মন্ডলকে হত্যার পর আসামি প্রণব কুমার মন্ডল আড়াই বছর ভারতে পালিয়ে ছিলেন বলে জানিয়েছে পিবিআই।
বুধবার দুপুরে খুলনার পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান।
তিনি জানান, গত সপ্তাহে দেশে ফেরার পর পিবিআই প্রণবকে গ্রেপ্তার করে। মঙ্গলবার বিকেলে তাকে আদালতে তোলা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
সংবাদ সম্মেলনে সৈয়দ মোশফিকুর রহমান জানান, ডুমুরিয়ার বলাবুনিয়া গ্রামের স্বপন মন্ডলের স্ত্রী সৌরভী মন্ডল একই গ্রামের প্রণবকে ১৫ হাজার টাকা ধার দেন। এই টাকা ফেরত দেওয়া নিয়ে প্রণব তালবাহানা করলে সৌরভী তার বিরুদ্ধে মামলা করার হুমকি দেন। এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ৩ জুলাই রাতে প্রণব শ্বাসরোধ করে সৌরভীকে হত্যা করেন।
ঘটনার সময় সৌরভী একা তার ঘরের বারান্দায় শুয়ে ছিলেন। এই সুযোগ কাজে লাগায় প্রণব। প্রণব ওই নারীকে রাতে হত্যার পর নিজের বাড়িতে চলে গিয়েছিল। পরের দিন সকালে আবার ওই বাড়িতে গিয়ে দেড়-দুই ঘণ্টা অবস্থান করে, যাতে তাকে কেউ সন্দেহ না করে। এরপর তিনি ভারতে পালিয়ে গিয়ে দীর্ঘদিন দিনমজুরি করতেন।
হত্যার ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে প্রতিবেশি ৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। প্রথমে মামলাটি ডুমুরিয়া থানা পুলিশ তদন্ত করে। এরপর ২০২০ সালের ২৬ নভেম্বর আদালতের নির্দেশে মামলাটি তদন্ত শুরু করে পিবিআই। মামলার এজাহারে প্রণবের নাম ছিল না।
তবে ঘটনার পর থেকে প্রবণ ভারতে পালিয়ে ছিল।
গত সপ্তাহে তিনি দেশে এসে কুলটি গ্রামে ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রবণকে ৩০ মে গ্রেফতার করা হয়। এরপর মঙ্গলবার বিকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আজহারুল ইসলামের আদালতে প্রণব স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
পুলিশ সুপার জানান, শিগগিরই আদালতে এ মামলার চার্জশিট দাখিল করা হবে। চার্জশিটে এজাহারভুক্ত নিরাপরাধ ৭ জনকে অব্যাহতি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে পিবিআই এর পুলিশ পরিদর্শক লুৎফর রহমান ও মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন