দাম নিয়ন্ত্রণে চালের বাজারে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবারও সারাদেশে চালের দোকানে অভিযান চালিয়েছে খাদ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এদিন বিভিন্ন অপরাধে চাল ব্যবসায়ীদের প্রায় ৯ লাখ টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দুই প্রতিষ্ঠান।

সারাদেশে ফুড গ্রেইন লাইসেন্স না থাকা ও অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাত লাখ ১৮ হাজার টাকা জরিমানা করেছে খাদ্য মন্ত্রণালয়। এ ছাড়া চালের মূল্যতালিকা প্রদর্শন না করা, বেশি মূল্যে চাল বিক্রি করা, ক্যাশ মেমো সংরক্ষণ না করাসহ নানা অপরাধে ঢাকায় দুটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।

সম্প্রতি বাজারে চালের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় গত ১ জুন থেকে অভিযান চালিয়ে যাচ্ছে খাদ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।