বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুল এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের গ্রাজুয়েশন সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান - ২০২২ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার ঢাকা ক্যান্টনমেন্টের সেনা মালঞ্চে আয়োজিত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের ফাউন্ডার চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান। অনুষ্ঠানটি পরিকল্পনা, ব্যবস্থাপনা ও পরিচালনা করেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রিন্সিপাল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৯৮ জন শিক্ষার্থীকে গ্রাজুয়েশন সমাপনী ও সার্টিফিকেট এবং ১২৫ জন শিক্ষককে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়।ইতিমধ্যে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল থেকে হিফয সম্পন্ন করেছে ৪২ জন শিক্ষার্থী আরও কয়েকশত শিক্ষার্থী হাফেয/হাফেজা হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে।

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের ফাউন্ডার চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল আমার কোন ব্যবসা প্রতিষ্ঠান নয় এটা আমার একটা সন্তান।

বিদ্যালয়ের প্রধান নির্বাহী ও প্রিন্সিপাল তার বক্তব্যে বলেন, এভেরোজ ইন্টার ন্যাশনাল স্কুল একমাত্র স্কুল বাংলাদেশে যেটি ঢাকা শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর,ঢাকা অঞ্চল, আইবি, ক্যামব্রিজ ও এডেপসেল সার্টিফাইড স্কুল। আধুনিক শিক্ষার পাশাপাশি বিদ্যালয়টি শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান করেন করে। মুসলিম শিক্ষার্থীদের জন্য এক্সট্রা কারিকুলার হিসেবে আছে সম্পূর্ণ কোরআন এ হাফেয ও হাফেযা হওয়ার জন্য হিফজুল কুরআন বিভাগ।

বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ এবং মোহাম্মদ মোহাইমিনের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ২ গাজি হাফিজুর রহমান লিকু,মি. জিম ও নেইল, (এক্সাস ডাইরেক্টর, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ), শাহিন রেজা, কান্ট্রি ম্যানেজার, ক্যামব্রিজ এসেসমেন্ট এডুকেশন বাংলাদেশ), লিটন আব্দুলস্নাহ, (রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার, বাংলাদেশ ও নেপাল),তানভীর রাহমান, (চেয়ারম্যান, ভিক্টোরিয়া হেলথ কেয়ার, পরিচালক, এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল), টিএম আসাদুজ্জামান, অপারেশন্স এনালিস্ট, ওয়ার্ল্ড ব্যাংক এডুকেশন গ্লোবাল প্রাকটিস ইন দ্য সাউথ এশিয়া রিজিওন,  আব্দুর রউফ,(ব্যবস্থাপনা পরিচালক, দ্য গ্লোরি এলএলসি দুবাই ও পরিচালক অনলাইন গ্রুপ), প্রফেসর মোখতার আহমেদ, (ইসলামিক স্কলার ও পাবলিক স্পিকার) এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ওম্যানেজিং কমিটির সকল সদস্যরা,সকল শিক্ষক শিক্ষিকারা। সংবাদ বিজ্ঞপ্তি