সারাদেশে করোনাভাইরাসে শনাক্তের হার বেড়েছে। গত একদিনে ৪ হাজার ৭৩৮ টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৪ ভাগ।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত সোমবার এই হার ছিল শূন্য দশমিক ৭৯ শতাংশ ছিল।

গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তাই করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু ২৯১৩১ জনেই অপরিবর্তিত থাকল। 

এসময়ে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৫৪ জনের। 

গত একদিনে সুস্থ হয়েছেন ৪২৫ জন।