সারাদেশে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মাতৃভাষার মাধ্যমে কার্যকর পাঠদান পদ্ধতি চালুর লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও ইউএসএইড-এর যৌথ উদ্যোগে চালু হল নতুন প্রকল্প ‘এসো শিখি’। 

মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ের বলরুমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও ইউএসএইড-এর নতুন প্রকল্প ‘এসো শিখি’র উদ্বোধন হয়। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, ৩৮ দশমিক ৫ মিলিয়ন ডলারের এ প্রকল্পের মাধ্যমে সারাদেশে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ১০ হাজার বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীতে তারা প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নিজ মাতৃভাষায় কার্যকর পাঠদান করবেন। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান বলেছেন, শিক্ষার্থীর মেধা, মনন ও চেতনার বিকাশে মাতৃভাষার ভূমিকা বিশাল, বিরাট এবং ব্যাপক। মাতৃভাষা ছাড়া শিক্ষার ভিত নির্মাণ করা যায় না। তাই শিক্ষার্থীর দক্ষতা ও সাবলীলভাবে জ্ঞানার্জনে মাতৃভাষার প্রতি গুরুত্বারোপ করা করতে হবে। মাতৃভাষার গাঁথুনি শক্ত ও দৃঢ় হলে এর ওপর ভর করে অন্য ভাষা শেখাও সহজে সম্ভব হবে। তখন যে কোন ভাষা রচিত ইতিহাস, ভূগোল, গণিত, বিজ্ঞানের গ্রন্থপাঠের মাধ্যমে জ্ঞানার্জনের পরিধি বিস্তৃত করা যাবে। এ জন্য সরকার মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে শিশুদের মাতৃভাষায় দক্ষতা অর্জনের প্রতি গুরুত্বারোপ করেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউএসএইডের মিশন পরিচালক ক্যাথরিন ডি স্টিভেনস।