- বাংলাদেশ
- হাট-বাজারের পাশে বহুতল মার্কেট নির্মাণ করা হবে
হাট-বাজারের পাশে বহুতল মার্কেট নির্মাণ করা হবে
নীতিমালা তৈরি করবে ভূমি মন্ত্রণালয়

হাটের সংগৃহীত ছবি
হাট-বাজার সংলগ্ন খাসজমিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক বহুতলবিশিষ্ট মার্কেট নির্মাণ করা হবে। এ লক্ষ্যে নীতিমালা তৈরি করবে ভূমি মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সভা কক্ষে হাট-বাজারের পেরিফেরি বহির্ভূত সরকারি খাসজমিতে বহুতলবিশিষ্ট মার্কেট নির্মাণে নীতিমালা তৈরি সংক্রান্ত এক আন্ত:মন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়। সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
সভায় ভূমিমন্ত্রী বলেন, ওই মার্কেট নির্মাণ করা হলে স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক কার্যক্রম বাড়বে, ব্যবসা-বাণিজ্যের প্রসার হবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। ওই মার্কেটে স্থানীয় পর্যায়ের ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়া হবে ও নিরাপদ বিনিয়োগে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় বলা হয়, হাট-বাজারের পেরিফেরির মধ্যে অবস্থিত খাসজমিতে বহুতল মার্কেট নির্মাণের জন্য পৃথক নীতিমালা রয়েছে। ওই নীতিমালায় হাট-বাজারের বাহিরের খাসজমিতে মার্কেট নির্মাণের কোনো বিধান নেই। এ কারণে নতুন একটি নীতিমালা তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান পিএএ, অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য করুন