- বাংলাদেশ
- সরকারি কর্মচারীদের নবম জাতীয় বেতন স্কেল ঘোষণাসহ পাঁচ দফা দাবি
সরকারি কর্মচারীদের নবম জাতীয় বেতন স্কেল ঘোষণাসহ পাঁচ দফা দাবি

সরকারি কর্মচারীদের জীবনমান রক্ষায় অবিলম্বে নবম জাতীয় বেতন স্কেল ঘোষণাসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গভর্ণমেন্ট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশন, বাংলাদেশ মঙ্গলবার এই স্মারকলিপি প্রদান করেছে। সংগঠনের মহাসচিব নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গভর্ণমেন্ট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশনের দাবিসমূহ হলো- উদ্ভূত সার্বিক পরিস্থিতিতে কর্মচারীদের জীবনমান রক্ষায় অবিলম্বে নবম জাতীয় বেতন স্কেল ঘোষণা করা। উর্ধ্বগতি ও লাগামহীন বাজার দরের কারণে জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর বার্ষিক বর্ধিত ইনক্রিমেন্টের হার ৫% এর স্থলে ন্যূনতম ২০% বৃদ্ধি করা। নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য দ্রব্যাদি ও পণ্য সামগ্রীর বর্তমান বাজার দর অস্বাভাবিক বৃদ্ধি ও ক্রয় ক্ষমতার বাইরে অতিক্রম করায় বাস্তবতার আলোকে ৫০% মহার্ঘ ভাতা প্রদান করা। বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর ন্যায় সরকারি কর্মচারীদের পরিবারের জন্য মাসিক রেশনিং সিস্টেম চালু করা। সরকারি আবাসনের ইউটিলিটি গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল মওকুফসহ সুদমুক্ত গৃহ নির্মাণ লোন প্রদান করা।
মন্তব্য করুন