- বাংলাদেশ
- পুলিশের বাধায় বিএনপির সমাবেশ পণ্ড, ব্যানার খুলে ফেলার অভিযোগ
পুলিশের বাধায় বিএনপির সমাবেশ পণ্ড, ব্যানার খুলে ফেলার অভিযোগ

খুলনা মহানগর বিএনপির সমাবেশে পুলিশের বাধার অভিযোগ
পুলিশের বাধায় বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ করতে পারেনি খুলনা মহানগর বিএনপি। মঞ্চ ও ব্যানার খুলে ফেলার অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা।
মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশস্থলে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এ সময় পুলিশ মঞ্চ ও ব্যানার খুলে ফেলে এবং চেয়ার ছুড়ে দেয়। পুলিশের বাধায় তারা সমাবেশ করতে পারেনি। এছাড়া নেতাকর্মীদের আটক করার চেষ্টা করা হয়।' পরে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিএনপি নেতারা পুলিশের এই আচরণের নিন্দা ও প্রতিবাদ জানান।
তবে অভিযোগের বিষয়ে খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন বলেন, অনুমতি না নেওয়ায় তাদের সড়কে সমাবেশ করতে দেওয়া হয়নি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
মন্তব্য করুন