- বাংলাদেশ
- ১১ সপ্তাহ পর দৈনিক করোনা শনাক্ত ১০০ ছাড়িয়েছে
১১ সপ্তাহ পর দৈনিক করোনা শনাক্ত ১০০ ছাড়িয়েছে

দেশে ১১ সপ্তাহ পর দৈনিক শনাক্ত করোনা রোগীর সংখ্যা আবারও একশ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৮০টি নমুনা পরীক্ষা করে মোট ১০৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, তাদের মধ্যে ১০১ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এর বাইরে নারায়ণগঞ্জে ২ জন, চট্টগ্রামে ২ জন, জয়পুরহাটে ৩ জন, নওগাঁয় ১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
এর আগে সর্বশেষ ২৫ মার্চ একশর বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছিল দেশে। সেদিন ১০২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল।
২০২০ সালের মার্চে দেশে মহামারী শুরুর পর একটানা এত দীর্ঘ সময় সংক্রমণ আর কখনও নিয়ন্ত্রণে থাকেনি। এক্ষেত্রে টিকার একটি বড় ভূমিকা রয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা।
গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ০৬ শতাংশ। আগের দিন এই হার ১ দশমিক ১৪ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ১১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর আসেনি। ফলে মৃত্যুর মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১৩১ জন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ৯১ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ৫ হাজার ২৬৬ জন সেরে উঠলেন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৩ লাখ ৯ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৫৩ কোটি ৫১ লাখ।
মন্তব্য করুন