- বাংলাদেশ
- তারেক রহমানকে খালাস দেওয়া সেই বিচারকের বিরুদ্ধে দুদকের মামলা
তারেক রহমানকে খালাস দেওয়া সেই বিচারকের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিচারক মো. মোতাহার হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ এই মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে মোতাহার হোসেনের বিরুদ্ধে ১২ লাখ ৩৫ হাজার ৫৬৫ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও তা ভোগ দখলে রেখে দুদক আইন-২০০৪ এর ২৭(১) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।জানা যায়, আসামি মোতাহার হোসেন দ্রুত বিচার ট্রাইবুনাল-৪ ও ঢাকা মহানগর বিশেষ জজ আদালত-৩ এর বিচারক ছিলেন। তিনি বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন।
নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, দুদকের অর্থ পাচার মামলায় শাস্তির রায় থেকে ২০১৩ সালের ১৭ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার ঘনিষ্ঠ বন্ধু বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে বেকসুর খালাস দেন মোতাহার হোসেন। পরে তিনি ২০১৪ সালের ৮ জানুয়ারি গোপনে ঢাকা ছেড়ে মালয়েশিয়া যান।
এদিকে এজাহারে বলা হয়, সাবেক বিচারক মোতাহার হোসেন ২০১৪ সাল থেকে মালয়েশিয়ায় অবস্থান করছেন। দেশটিতে জীবনযাপনের জন্য জন্য ব্যয় নির্বাহ তথা অর্থ খরচ করতে হচ্ছে। বিদেশের বাড়িতে ওই খরচের পরিমাণ বছরে আনুমানিক ৩ লাখ টাকা হলেও গত ২০১৪ থেকে গত ২০২১ সাল পর্যন্ত ৮ বছরে খরচের পরিমাণ দাঁড়ায় মোট ২৪ লাখ টাকা। এই টাকার উৎস অজ্ঞাত।
দুদক সূত্র জানায়, পরে বিচারক মোতাহার হোসেনকে খুঁজে বের করতে ২০১৬ সালের মাঝামাঝিতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ সংস্থার (ইন্টারপোল) মাধ্যমে চারটি দেশের পুলিশ বিভাগের এনসিবির কাছে চিঠি পাঠায় দুদক। ওই সময় তার অবস্থান জানতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইর কাছেও চিঠি পাঠানো হয়েছিল।
মোতাহার হোসেনের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আমলে নিয়ে ২০১৪ সালের ২০ জানুয়ারি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। সেই সময় তার বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞাও জারি করা হয়। কিন্তু কমিশন অনুসন্ধান শুরুর আগেই তিনি মালয়েশিয়ায় চলে যান। প্রায় আট বছরের অনুসন্ধান শেষে তার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক।
মন্তব্য করুন