গ্রাহকদের অর্থ আত্মসাৎ করে পাচারের এক মামলায় ডেসটিনি গ্রুপের সাজাপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের স্ত্রী ফারাহ দীবা আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন তিনি।

শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম।

এ সময় তার পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী শাহিনুর ইসলাম। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহাম্মেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন।

এর আগে গত ১২ মে এ মামলায় রফিকুল আমীনকে ১২ বছর, তার স্ত্রী ফারাহ দীবাকে ৮ বছরসহ আরও ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন একই আদালত।