- বাংলাদেশ
- রাষ্ট্রের খরচে হজের সুযোগ পাওয়া ২৫৪ জনের তালিকা
রাষ্ট্রের খরচে হজের সুযোগ পাওয়া ২৫৪ জনের তালিকা

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ) পবিত্র হজ পালিত হওয়ার কথা। এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন পবিত্র হজে যেতে পারবেন। আর এ বছর রাষ্ট্রের খরচে হজের সুযোগ পেয়েছেন ২৫৪ জন। সরকারঘোষিত প্যাকেজ-২–এ মূল্যের সুযোগ–সুবিধা দিয়ে (প্লেন ভাড়া ছাড়া) তাদের হজে পাঠানো হচ্ছে।
রোববার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রীয় খরচে হজপালনকারী প্রত্যেককে বিমানের টিকিট বাবদ ১ লাখ ৪০ হাজার টাকা পে-অর্ডার করে জমা দিতে হবে। পে-অর্ডার জমা না দিলে তাঁর ভিসা প্রক্রিয়া স্থগিত থাকবে। এ ছাড়া তাঁদের সম্ভাব্য ফ্লাইট ৭ জুলাইয়ের পর থেকে পরিচালিত হবে।
হজযাত্রীদের আবশ্যিকভাবে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করে ই-হেলথ সনদ নিতে হবে। তাদের পাসপোর্টের মেয়াদ ২০২৩ সালের ৪ জানুয়ারি পর্যন্ত থাকতে হবে। রাষ্ট্রীয় খরচে হজ পালনকারী প্রত্যেক হজযাত্রীকে কোরবানির খরচ বাবদ আনুমানিক ৮১০ সৌদি রিয়াল পৃথকভাবে সঙ্গে নিতে হবে।
রাষ্ট্রের খরচে হজযাত্রীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
মন্তব্য করুন