তিন মাসের বেশি সময় নিয়ন্ত্রণে থাকার পর ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। টানা ১৩ দিন নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার উদাসীনতার কারণে চতুর্থ ঢেউ আসার শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে করোনার নতুন ঢেউ ভারতসহ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলা এবং দেশের বিমানবন্দরগুলো কঠোর নিয়ন্ত্রণের পরামর্শ দিচ্ছেন তারা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গতকাল ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৮৭৯টি ল্যাবরেটরিতে ৬ হাজার ৬৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় ১২৮ রোগী শনাক্ত হন। তাদের মধ্যে ১১৪ জনই ঢাকার। এ নিয়ে টানা ১৩ দিন নতুন রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে বেশি দেখা গেল। এ নিয়ে দেশে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ২৪৩-এ। গতকাল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মৃতের সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১৩১ জনে অপরিবর্তিত রয়েছে।

সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়া স্বাস্থ্যবিধি না মানাকে দায়ী করছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আব্দুল্লাহ। তিনি বলেন, ‘সংক্রমণ বাড়ার যে চিত্র তাতে মনে হয় দেশে করোনার নতুন ঢেউ আসার শঙ্কা তৈরি হয়েছে।’ তিনি বলেন, ‘নতুন ঢেউয়ের বিস্তার রোধে আমাদের সতর্ক হতে হবে। এটি প্রতিরোধে সরকারের এখনই পদক্ষেপ নেওয়া উচিত।’

তিনি বলেন, ‘প্রায় তিন মাস দেশে করোনা নিয়ন্ত্রণে ছিল, এ কারণে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উদাসীনতা দেখা দিয়েছে। টিকা নেওয়ার পর অনেকে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরা ছেড়ে দিয়েছেন। রাজনৈতিক সমাবেশ, সামাজিক অনুষ্ঠানেও মানা হচ্ছে না শারীরিক দূরত্ব। বুস্টার ডোজ টিকা নেওয়ার ক্ষেত্রে দেখা দিয়েছে উদাসীনতা।’

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, ‘আমরা করোনার নতুন একটি ঢেউয়ের দিকে এগোচ্ছি। আর কিছুদিন পরই বলতে পারব দেশে করোনা নতুন ঢেউ আসবে কিনা।’

সরকারের নতুন করে কিছু বিশেষ সতর্কতা জারি করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘যেসব জায়গায় জনসমাগম হয়, সেটি রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক হোক, সবগুলোকে নিরুৎসাহিত করতে হবে। এমনকি এসব অনুষ্ঠান বন্ধে সরকারের ব্যবস্থা নেওয়া দরকার।’

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখনই সতর্ক হতে বলছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল সোমবার সচিবালয়ে বেসরকারি মেডিকেল ও ডেন্টালে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় অটোমেশনবিষয়ক সভা শেষে তিনি এ কথা বলেন। তিনি জানান, কভিড কিছুটা বেড়েছে। এখনই সতর্ক হতে হবে। মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব ভুলে গেলে হবে না। পরিস্থিতির ওপর নজর রাখছি।