বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জোর করে ক্ষমতা ধরে রাখতে সরকার দেশকে ভয়ংকর বিপদের দিকে ঠেলে দিয়েছে। আরেকটি ব্যর্থ নির্বাচনের বোঝা দেশের মানুষ বহন করতে পারবে না। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় জনগণকে আন্দোলনে জিততে হবে।

আজ মঙ্গলবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও শপথ গ্রহণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। 

সভাপতির বক্তব্যে সাইফুল হক বলেন, বিপদবিলাসী গাড়ির ড্রাইভারের মতো সরকার ও সরকারি দলের দম্ভ আর একগুঁয়েমি মনোভাব দেশকে মহাবিপদে ঠেলে দিচ্ছে। গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে সরকার দমন করে শাসন করার কৌশল নিয়েছে। শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ বন্ধ করে দিয়েছে। তাদের 'অ্যাবসলিউট ক্ষমতা' টিকিয়ে রাখার আকাঙ্ক্ষা দেশবাসীকে আতঙ্কিত করে তুলেছে।

সমাবেশে আরও বক্তব্য দেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও মোফাজ্জল হোসেন মোশতাক। এর আগে সাইফুল হকের নেতৃত্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতারা শহীদদের শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে অধিকার, সাম্য ও মুক্তি অর্জনে শ্রেণি ও গণসংগ্রাম এগিয়ে নিতে শপথবাক্য পাঠ করেন তাঁরা। পরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে দোয়েল চত্বরে এসে শেষ হয়।