- বাংলাদেশ
- ডিসি অফিসের রেকর্ডরুম থেকে খতিয়ান-ম্যাপ প্রদানের আবেদন বন্ধ
ডিসি অফিসের রেকর্ডরুম থেকে খতিয়ান-ম্যাপ প্রদানের আবেদন বন্ধ

আগামী ৩ জুলাই থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুম থেকে যেকোনো ধরনের খতিয়ান বা মৌজা ম্যাপ সংগ্রহের জন্য কাগজে লিখিত আবেদন বন্ধ করা হয়েছে। এখন থেকে কেবলমাত্র www.land.gov.bd ওয়েবসাইটে আবেদন অথবা ১৬১২২ হট নম্বরে ফোন করে ওইসব নথি সংগ্রহ করা যাবে।
বৃহস্পতিবার দুপুরে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়।
পরিপত্রে বলা হয়, সেবা গ্রহীতারা তাদের পছন্দ অনুযায়ী সরাসরি অফিস কাউন্টার থেকে অথবা ডাকযোগে ডেলিভারি গ্রহণ করতে পারবেন। এছাড়াও তারা সার্ভিস চার্জ বা ডাকমাশুলসহ সব প্রযোজ্য ফি অনলাইনের মাধ্যমে প্রদান করতে পারবেন। তাই জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ডরুম এ সংক্রান্ত সেবা গ্রহণ বা প্রদানে কোনো ধরনের নগদ অর্থের লেনদেন করারও প্রয়োজন হবেনা। ১৬১২২ নম্বরে ফোন করেও তারা একই সেবা গ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, এখনো কিছু জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ডরুম থেকে খতিয়ানের স্বাক্ষরিত কপি বা মৌজাম্যাপ পাওয়ার আবেদন ম্যানুয়ালি গ্রহণ করা হচ্ছে। নাগরিকদের ডিজিটাল ভূমিসেবা প্রদানের স্বার্থে রেকর্ডরুম থেকে যেকোনো ধরনের খতিয়ান বা মৌজা ম্যাপ সংক্রান্ত সেবার ম্যানুয়াল আবেদন গ্রহণ বন্ধ করা হয়েছে।
মন্তব্য করুন