সিলেটসহ দেশের বেশ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যার কারণে স্থগিত এসএসসি পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম নিরাপদে সংরক্ষণের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বোর্ড। শনিবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের এসএসসি পরীক্ষার জন্য ব্যবহৃত বিভিন্ন ট্রেজারি/থানা/পরীক্ষা কেন্দ্রের রক্ষিত মালপত্র নিরাপদে এবং সতর্কতার সঙ্গে সংরক্ষণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।

দেশজুড়ে আজ রোববার থেকে একযোগে এসএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রামসহ দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি অবনতির কারণে গত শুক্রবার পরীক্ষা স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। তবে এর আগেই বিভিন্ন কেন্দ্রে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়। সেগুলো ঠিকমতো সংরক্ষণের নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বোর্ড।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ সমকালকে বলেন, এবারের পরীক্ষার জন্য প্রায় সব কেন্দ্রে পরীক্ষা সংশ্লিষ্ট মালপত্র চলে গেছে। পরীক্ষা আপাতত স্থগিত হওয়ায় কেন্দ্রগুলোকে সতর্কতার সঙ্গে পাঠানো সরঞ্জাম সংরক্ষণ করতে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। সার্বিক পরিস্থিতি ভালো হলে পরীক্ষার নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে।