- বাংলাদেশ
- হাতিরঝিল প্রকল্পে বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের নির্দেশনা স্থগিত হয়নি
হাতিরঝিল প্রকল্পে বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের নির্দেশনা স্থগিত হয়নি

রাজধানীর হাতিরঝিল-বেগুনবাড়ী প্রকল্পে সব ধরনের বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদসহ ৪ দফা নির্দেশনা এবং ৯ দফা সুপারিশ সংবলিত হাইকোর্টের দেওয়া রায় স্থগিত হয়নি। তবে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২৭ জুন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে দিন ধার্য করা হয়েছে।
আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম রোববার এ আদেশ দেন।
রায়ের পর্যবেক্ষণে হাতিরঝিলের পানি ও সৌন্দর্যকে 'অমূল্য সম্পদ' হিসেবে বর্ণনা করে ওই লেকে চলমান ওয়াটার ট্যাক্সিসহ সকল ধরনের যান্ত্রিক বাহন বন্ধেরও পরামর্শ দেওয়া হয়েছে।
এরপর ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাজউকের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার ইমাম হাসান।
মন্তব্য করুন