- বাংলাদেশ
- সেই বিউটির পাশে দাঁড়ালেন অনেকেই
সেই বিউটির পাশে দাঁড়ালেন অনেকেই

সোমবার দুপুরে বিউটির হাতে দুধ তুলে দেন সিলেটের 'এসএসসির সোল '৯৩' ব্যাচের সামাজিক প্ল্যাটফর্মের সদস্যরা। ছবি: সমকাল
হতদরিদ্র মা বিউটি বেগম। ৯ মাসের শিশু আলামিনকে বুকে ধারণ করে ঠাঁই নিয়েছিলেন আশ্রয়কেন্দ্রে। সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকার তেররতন আশ্রয়কেন্দ্রে বানের জল থেকে বাঁচলেও ক্ষুধার জ্বালা নিভছিল না আলামিনের। দুধের জন্য শিশুর কান্নাই যেন মায়ের কান্না হয়ে দাঁড়ায়। 'কেউ বিউটিকে দেবেন এক কৌটা দুধ?' শিরোনামে সোমবার সমকাল একটি সংবাদ প্রকাশ করে। এতে সামনে আসে এক মায়ের সন্তানের দুধ না পাওয়ার কাহিনি। সংবাদটি প্রকাশের পর বিউটির সন্তানের পাশে দাঁড়ান অনেকে। শুধু এক কৌটা দুধ নয়, ওই পরিবারের যা প্রয়োজন তা-ই দিতে প্রস্তুত হন দেশের বিভিন্ন প্রান্তের হৃদয়বান মানুষ। নানাজনের সহমর্মিতা পেয়ে বিউটিও আপ্লুত।
উপকমিশনার রিফাত রহমান শামীম বললেন, বিউটির পাশে আগামীতে থাকবেন তিনি। শুধু বিউটি নন, বন্যার্ত যে কোনো মানুষের সহায়তায় নিজের সামর্থ্য নিয়ে এগিয়ে যেতে চান।
মন্তব্য করুন