- বাংলাদেশ
- করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ১৬০০ ছাড়াল
করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ১৬০০ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬৮৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১৮ শতাংশ। যা চার মাসের মধ্যে সবচেয়ে বেশি।
এর আগে সবশেষে ২১ ফেব্রুয়ারি দেশে এক দিনে ১৯৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। মাঝের সময়টায় এই সংখ্যা আর ১৬ শ ছাড়ায়নি।
করোনাভাইরাসের ওমিক্রন ধরনের দাপট কমে আসার পর শনাক্তের হার ১ শতাংশের নিচে ছিল বেশ কিছু দিন। দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দশের নিচেও নেমেছিল। মাঝে ২০ দিন কোভিডে কারও মৃত্যু হয়নি। কিন্তু জুন মাসের শুরু থেকে আবারও সংক্রমণ বাড়ছে প্রতিদিন।
১১ সপ্তাহ পর দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা গত ১২ জুন আবার একশ ছাড়িয়ে যায়। ১০ দিনের মাথায় বুধবার তা হাজার ছাড়ানোর দুদিন পর দেড় হাজারের ঘরও ছাড়াল।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৬২ হাজার ২১৩ জন।
গত একদিনে করোনাভাইরাস আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর আসেনি। ফলে মোট মৃত্যু আগের দিনের মতই ২৯ হাজার ১৩৫ জন থাকছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১৮৫ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ৬ হাজার ৪১৭ জন সেরে উঠলেন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।
মন্তব্য করুন