- বাংলাদেশ
- চোরাই মোবাইল ফোনের আইএমইআই বদলে বিক্রি, গ্রেপ্তার ৭
চোরাই মোবাইল ফোনের আইএমইআই বদলে বিক্রি, গ্রেপ্তার ৭

প্রতীকী ছবি
মোবাইল ফোন চুরি-ছিনতাইয়ে জড়িত একটি চক্রের সাত সদস্যকে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছে পাওয়া গেছে ৬৫টি ট্যাব, ১ হাজার ১৫টি স্মার্টফোন, ৩১৭টি ফিচার ফোন ও ২০ হাজার ২১০ টাকা।
র্যাব বলছে, চক্রটি মোবাইল ফোন চুরি-ছিনতাইয়ের পর আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) নম্বর বদলে ফের বিক্রি করত।
গ্রেপ্তাররা হলেন- আবুল হোসেন, নজরুল ইসলাম, তাজউদ্দিন আহম্মেদ, মাঈন উদ্দিন, সুজন মিয়া, মো. মানিক ও লিটন মিয়া।
এ ব্যাপারে বিস্তারিত জানাতে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, চুরি-ছিনতাইয়ে জড়িত এই চক্রটির হোতা আবুল হোসেন। তার সহযোগী সদস্যরা দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই ফোন কম দামে কিনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও রাজধানীর বিভিন্ন এলাকার দোকানে বিক্রি করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাই ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের কথা স্বীকার করেছে। এ কারণে ফোনগুলো সহজে উদ্ধার করা যেত না।
মন্তব্য করুন