- বাংলাদেশ
- অবশেষে যুক্তরাষ্ট্রের সেই নাগরিকের লাশ হস্তান্তর
অবশেষে যুক্তরাষ্ট্রের সেই নাগরিকের লাশ হস্তান্তর

রবার্ট মাইরন বার্কার
মৃত্যুর চার বছর পর অবশেষে যুক্তরাষ্ট্রের নাগরিক রবার্ট মাইরন বার্কারের শেষকৃত্যের ব্যবস্থা হয়েছে। জটিলতার কারণে ২০১৮ সাল থেকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ছিল তাঁর লাশ। শুক্রবার মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের কাছে তাঁর লাশ হস্তান্তর করে দক্ষিণখান থানা পুলিশ।
মাজেদা বেগম জানান, বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত রবার্টের সঙ্গে ২০১৪ সালের ১ এপ্রিল খ্রিষ্ট ধর্মমতে তাঁর বিয়ে হয়। এরপর তাঁরা দক্ষিণখানের একটি বাসায় থাকতেন। ২০১৮ সালের ১৫ মে রবার্ট হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণখানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ১০ দিন পর তাঁর মৃত্যু হয়। তিনি জানান, দুস্থ-অসহায় মানুষের জন্য কাজ করতেন রবার্ট। তেমনই এক নারীকে চিকিৎসা করাতে তিনি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। ওই হাসপাতালে আয়ার কাজ করতেন মাজেদা। সেখানে দু'জনের পরিচয় হয় এবং সম্পর্ক গড়ে ওঠে।
মন্তব্য করুন