- বাংলাদেশ
- বিশুদ্ধ পানির সংকটে দেশের ৩৫ লাখ শিশু: ইউনিসেফ
বিশুদ্ধ পানির সংকটে দেশের ৩৫ লাখ শিশু: ইউনিসেফ

ছবি: ইউনিসেফ
জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফ বলেছে, বন্যার কারণে বাংলাদেশে বিশুদ্ধ পানির সংকটে রয়েছে ৩৫ লাখ শিশু। সংস্থাটি বলছে, শিশুদের মধ্যে ২৫ লাখ শিশুর জন্য অতি দ্রুত বিশুদ্ধ পানি সরবরাহ জরুরি।
দক্ষিণ এশিয়ায় ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট ভিডিও লিংকের মাধ্যমে সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের এসব তথ্য জানান। শুক্রবার এএফপি এ খবর জানায়।
শেলডন ইয়েট বলেন, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে হঠাৎ করেই প্রবল বন্যা দেখা দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, ৩৫ লাখ শিশুর নিরাপদ পানির প্রয়োজন। তিনি জানান, বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় সেসব এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সরবরাহ কঠিন হয়ে পড়েছে। এক্ষুণি শিশুদের সহায়তা দিতে হবে বলে জোর দেন তিনি।
ইয়েট জানান, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় প্রায় ৫০ হাজার শৌচাগার নষ্ট হয়েছে। তিনি সতর্ক করে বলেন, বন্যাদুর্গতরা দূষিত পানি পান করতে বাধ্য হলে পানিবাহিত রোগ অতি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ডায়রিয়াসহ কয়েকটি রোগ ইতোমধ্যে ছড়াচ্ছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন