- বাংলাদেশ
- সিলেটে বন্যা দুর্গতদের পাশে মুশফিক
সিলেটে বন্যা দুর্গতদের পাশে মুশফিক

সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যা চলছে সিলেট-সুনামগঞ্জ এলাকায়। বন্যার তীব্রতা সামান্য কমলেও বহু জায়গা এখনো পানির নিচে। দেখা দিয়েছে খাদ্যাভাব। এমন সময়ে বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে এলেন মুশফিকুর রহিম। বন্যা দুর্গতদের জন্য নিজের এক মাসের বেতনের পুরো টাকা পাঠিয়েছেন তিনি।
স্থানীয় একটি স্বেচ্ছাসেবী দল মুশফিকের কাছ থেকে পাওয়া অর্থ দিয়ে সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণ করবে। মূলত দুর্গতের মাঝে রান্না করার খাদ্য সামগ্রী বিতরণ করবে তারা। দেড় হাজার পরিবারকে এই টাকা দিয়ে সহায়তা দ্রব্য পৌঁছে দিবেন তারা। মুশফিক ফাউন্ডেশনের ব্যানারে এই সহায়তা দ্রুততম সময়ে পৌঁছে যাবে ক্ষতিগ্রস্থ এলাকার মানুষদের কাছে।
বর্তমান জাতীয় দলের খেলা থেকে সাময়িক বিরতিতে আছেন মুশফিক। কয়েকদিন পর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাবেন তিনি। এর ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি অভিজ্ঞ এই ব্যাটার।
মন্তব্য করুন