- বাংলাদেশ
- জুয়া খেলার টাকা না পেয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা
জুয়া খেলার টাকা না পেয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

গাজীপুরে দুই সন্তানের মা আনোয়ারা বেগমকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্বামী শহীদুল ইসলাম। গত শনিবার রাতে গাজীপুর নগরীর দক্ষিণ ছয়দানা হাজির পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা শহীদুলকে আটক করে পুলিশে দিয়েছে।
এ সময় গাজীপুরের দক্ষিণ ছয়দানায় সোলায়মান পাটোয়ারীর বাড়িতে দুই সন্তান নিয়ে ওঠেন আনোয়ারা। চাকরি করতেন একটি পোশাক কারখানায়। জুয়াড়ি শহীদুল প্রায়ই ওই বাসায় এসে স্ত্রীর কাছে টাকা চাইত।
শনিবার সন্ধ্যায়ও টাকার জন্য স্ত্রীর কাছে আসে শহীদুল। এ সময় টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শহীদুল ১২ বছরের ছেলে শরীফকে জোর করে নিয়ে যেতে চায়। তাতে বাধা দেন আনোয়ারা। এ সময় তাকে ছুরিকাঘাত করে শহীদুল। এতে ঘটনাস্থলেই আনোয়ারার মৃত্যু হয়।
গাজীপুরের গাছা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, নিহত আনোয়ারার শরীরজুড়েই আঘাতের চিহ্ন রয়েছে। হাত, হাতের তালু, কনুই, হাঁটু, গাল, কবজি, বুক, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ১৫টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আল আমীন শেখ রোববার একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন