- বাংলাদেশ
- ট্রলারডুবির ৩ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
ট্রলারডুবির ৩ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

নিহত ছাত্রলীগ নেতা আল আশরাফ তামীম - ফাইল
পদ্মায় ট্রলারডুবির নিখোঁজের তিন দিন পর ছাত্রলীগ নেতা আল আশরাফ তামীমের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে শরীয়তপুরের জাজিরা থানার কুণ্ডের চর ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ চিডার চরের নদীর তীর-সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ ও জাজিরা থানা পুলিশ। ফরিদপুর অঞ্চলের নৌপুলিশের পুলিশ সুপার জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত তামীম ভোলার চরফ্যাসন উপজেলার অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মজির উদ্দিনের ছেলে এবং চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
জানা যায়, ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনী সমাবেশে চরফ্যাশন থেকে যোগ দেওয়া নেতাকর্মীদের লঞ্চবহরে গিয়েছিলেন তামীম। সমাবেশ শেষে কয়েকজন বন্ধুসহ ঢাকার উদ্দেশে জাজিরা থেকে ট্রলারে উঠেছিলেনি তিনি। ট্রলারটি ঢেউয়ের তোড়ে মাঝপদ্মায় উল্টে ডুবে যায়। এরপর নৌপুলিশ এবং কোস্টগার্ড তামীমের ৬ বন্ধুসহ দুর্ঘটনাকবলিত ট্রলারের ২৩ যাত্রীকে উদ্ধার করলেও তামীম নিখোঁজ ছিলেন।
এ ঘটনায় তামীমের ফুফাতো ভাই মিজানুর পদ্মা সেতুর উত্তর থানায় সাধারণ ডায়েরি করেন। তিন দিনের অভিযানের পর সোমবার শরীয়তপুরের জাজিরা থানার কুণ্ডের চর ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ চিডার চর এলাকা থেকে তার ভাসমান মরদেহটি উদ্ধার করেন নৌপুলিশ ও জাজিরা থানা পুলিশ।
তামীমের বোন জামাই ইউনুছ জানান, জাজিরা থেকে ২০ কিলোমিটার দূরে কুণ্ডের চরে স্থানীয়রা একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে তামীমের মরদেহ শনাক্ত করেন।
ফরিদপুর অঞ্চলের নৌপুলিশের সুপার জসিম উদ্দিন জানান, মরদেহটি জাজিরা থানায় হস্তান্তর করা হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান জানান, মরদেহটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন