- বাংলাদেশ
- শিক্ষকের গলায় জুতার মালা: পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ
শিক্ষকের গলায় জুতার মালা: পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনায় পুলিশ সদস্যদের নিস্ক্রিয়তায় ক্ষোভ আসছে সমাজের নানা মহল থেকে। ছবি-ফোকাস বাংলা
নড়াইল মির্জাপুরে কলেজ শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন।
এছাড়া খুলনার বিভাগীয় কমিশনারকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম এক আদেশে এসব কথা বলা হয়েছে।
গত ১৮ জুন পুলিশের সামনেই নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানো হয়।
জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশনায় বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগ এনে একজন সনাতন ধর্মাবলম্বী শিক্ষকের গলায় জুতার মালা পরানোর ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত। এ ঘটনা একজন ব্যক্তির মানবিক মর্যাদাকে ক্ষুন্ন করেছে। পুলিশের উপস্থিতিতে কীভাবে এ ধরনের দুর্ভাগ্যজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা বোধগম্য নয়।
ওই ঘটনায় পুলিশের নিস্ক্রিয়তায় তদন্ত করে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।
মন্তব্য করুন