- বাংলাদেশ
- চাঁদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত
চাঁদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

চাঁদপুরের কচুয়ায় ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম (২৮) নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত শফিকুল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হোসেননগর গ্রামের আবুল হাসেমের ছেলে।
কচুয়া থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টার সময় ঢাকা-কচুয়া সড়কের উপজেলার সাচারবায়েক মোর নামক স্থানে মায়ের দোয়া স’মিলের সামনে মালবাহী ট্রাক ঢাকাগামী মোটরসাইকেলকে চাপায় দিয়ে ট্রাকের চালক পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম ঘটনাস্থলে মারা যান।
সংবাদ পেয়ে কচুয়ার সাচার ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ার বলেন, ঘাতক ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন