- বাংলাদেশ
- ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের (আইপিওএ) নতুন কমিটি গঠিত হয়েছে। সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি হয়েছেন সাইদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. জাকির হোসেন।
এদের মধ্যে সাইদুর রহমান ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক এবং মো. জাকির হোসেন উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া বিভিন্ন পদে বিজয়ী হয়েছেন মো. সাঈদুল ইসলাম (পরিচালক) সহ-সভাপতি, মো. সালাহ উদ্দিন (উপ-পরিচালক) যুগ্ম সাধারণ সম্পাদক, মেহেদি হাসান (সহকারী পরিচালক) সাংগঠনিক সম্পাদক, গাজী মাহমুদুল হাসান (সহকারী পরিচালক) সহ-সাংগঠনিক সম্পাদক, মাকসুদুর রহমান (সহকারী পরিচালক) অর্থ বিষয়ক সম্পাদক, শওকত কামাল (সহকারী পরিচালক) অর্থ বিষয়ক সহ-সম্পাদক, হাফিজুর রহমান (উপ-পরিচালক) সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, আজমল কবির (সহকারী পরিচালক) সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক, আজিজুল ইসলাম (সহকারী পরিচালক) দপ্তর সম্পাদক, ইউসুফ (সহকারী পরিচালক) দপ্তর সহ-সম্পাদক, মোহাম্মদ আনিসুর রহমান (সহকারী পরিচালক) ক্রীড়া-সাংস্কৃতি বিষয়ক সম্পাদক, শরীফুল ইসলাম (সহকারী পরিচালক) ক্রীড়া-সাংস্কৃতি বিষয়ক সহ-সম্পাদক, রোতিকা সরকার (সহকারী পরিচালক) কল্যাণ বিষয়ক সম্পাদক, হাসানুজ্জামান (সহকারী পরিচালক) তথ্য ও গবেষণা সম্পাদক, সাকাওয়াত হোসাইন (সহকারী পরিচালক) শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক, কানিজ ফাতেমা চৌধুরী (মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার) তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আবু সাইদ (পরিচালক) সিনিয়র নির্বাহী সদস্য, আব্দুল্লাহ আল মামুন (পরিচালক) নির্বাহী সদস্য, আল আমিন মৃধা (উপ-পরিচালক) নির্বাহী সদস্য, নুরুল হুদা (উপ-পরিচালক) নির্বাহী সদস্য হিসেবে বিজয় অর্জন করেন।
সংগঠনটির উপদেষ্টা এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধূরী সম্প্রতি বিজয়ীদের শপথ বাক্য পাঠ করান। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মহাপরিচালক নবনির্বাচিতদের পারস্পরিক সম্পর্ক জোরদার করে অধিদপ্তরের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন) সেলিনা বানু, অতিরিক্ত মহাপরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপনা ও অর্থ) উম্মে সালমা তানজিয়া এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) শিহাব উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন