- বাংলাদেশ
- বিটিএলএ’র সভাপতি সোহরাব মহাসচিব খোরশেদ
বিটিএলএ’র সভাপতি সোহরাব মহাসচিব খোরশেদ

সোহরাব উদ্দিন ও খোরশেদ আলম
বাংলাদেশ ট্যাক্স ল'ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) ৩১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন বছরের জন্য সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনকে সভাপতি ও অ্যাডভোকেট খোরশেদ আলমকে মহাসচিব নির্বাচিত করা হয়েছে। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের হলরুমে বিটিএলএর সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
সংগঠনের বিদায়ী আহ্বায়ক সোহরাব উদ্দিনের সভাপতিত্বে এবং বিদায়ী সদস্য সচিব খোরশেদ আলমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও বিটিএলএর নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবদুল মজিদ মল্লিক, বর্তমান সভাপতি ও নির্বাচন কমিশনের সদস্য সচিব আবু আমজাদ, সাধারণ সম্পাদক জাকারিয়া খান (স্বপন) প্রমুখ।
মন্তব্য করুন