- বাংলাদেশ
- 'বঙ্গবন্ধু কর্ণার' উদ্বোধন করলেন সেনাপ্রধান
সেনা কল্যাণ সংস্থার সুবর্ণজয়ন্তী
'বঙ্গবন্ধু কর্ণার' উদ্বোধন করলেন সেনাপ্রধান

সেনা কল্যাণ সংস্থার সুবর্ণজয়ন্তী ও ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী রোববার ঢাকার মহাখালীতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সাড়ম্বরে উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সুবর্ণজয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে তিনি সংস্থার প্রধান কার্যালয়ে (এসকেএস টাওয়ার) পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন। এ সময় তিনি এসকেএস টাওয়ারের দশম তলায় 'বঙ্গবন্ধু কর্ণার' উদ্বোধন করেন।
এ ছাড়া সেনা কল্যাণ সংস্থা থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, সেনা কল্যাণ সংস্থায় কর্তব্যরত অবস্থায় আহত/নিহত সদস্যদের পরিবারকে উপহার সামগ্রী এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়। পরে তিনি সকলের উদ্দেশ্যে বক্তব্য দেন। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও সশস্ত্র বাহিনী বোর্ডের তত্ত্বাবধানে দেশের বিভিন্ন স্থানে ৩০টি মেডিকেল ডিসপেনসারি এবং ঢাকার ডিওএইচএসে চারটি জরুরি চিকিৎসা সেবা কেন্দ্র সংস্থার অর্থায়নে পরিচালিত হচ্ছে। করোনা মোকাবেলার অংশ হিসেবে এই সংস্থা প্রধানমন্ত্রীর তহবিলে ৫ কোটি টাকা অনুদান দিয়েছে। দেশব্যাপী করোনা ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনা কল্যাণ সংস্থা খাবার ও বিপুল পরিমান ত্রাণ সামগ্রী দেশের অসহায় মানুষের মাঝে বিতরণ করেছে। আইএসপিআর।
মন্তব্য করুন