
সাধারণত কুকিজ মানে বিস্কিট। তবে ডিজিটাল দুনিয়ায় কুকিজ হচ্ছে আপনার ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে সংরক্ষিত কিছু ফাইল। আপনি যখন বিভিন্ন ওয়েবসাইটে যান, তখন কিচু ওয়েবসাইট কুকিজ অনুমোদন দিতে হয়। না হলে ঠিকমতো ওয়েবসাইটটি ব্রাউজ করা যায় না। অনুমোদন দিলে এই কুকিজগুলো আপনার কম্পিউটারে সেভ হয়ে থাকে। মূলত আপনার পরিদর্শন করা ওয়েবসাইটগুলো আপনার কম্পিউটারে সংরক্ষণ করে। ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় সার্ভার থেকে আপনার ব্রাউজারে অবিরত পাঠানো প্যাকেট ডাটা, যা ব্রাউজার আবার সার্ভারে ফেরত পাঠায়- ইন্টারনেট জগতে এই সকল প্যাকেট ডাটাকে কুকিজ বলা হয়। ওয়েবসাইটের সেটিংস অনুসারে যখন আপনি সাইটে ফেরত আসবেন, সংশ্নিষ্ট ব্রাউজার এই সাইট সম্পর্কিত পড়ড়শরব ফেরত পাঠায়। এটি আপনার দেওয়া তথ্য অনুযায়ী সাইটটিকে আপনার পছন্দ অনুযায়ী প্রদর্শন করতে অনুমতি প্রদান করে।ধরুন, দারাজ, আলিবাবা কিংবা অ্যামাজনের মতো কোন ই-কমার্স সাইটে কিংবা বিবিসি, রয়টার্সের মতো কোনো সংবাদ ভিত্তিক সাইটে ঢুকেছেন। তো এসব সাইট আপনার ইন্টারনেট ব্রাউজারে তাদের প্রয়োজনীয় পড়ড়শরবং বসিয়ে দেবে। এখন এই পড়ড়শরবং বসানোর পরে আপনি সেই সাইটগুলোতে গিয়ে কী কী পণ্য বা প্লেস সার্চ করলেন বা কোন আইটেম বেশি সময় ধরে দেখলেন আর কোন আইটেম কম সময় ধরে, এসব ডাটা আপনার ইন্টারনেট ব্রাউজার কুকিজের মাধ্যমে সেই ওয়েবসাইটটির কাছে লাগাতার পাঠাতে থাকে। যাতে আপনি যদি পরে সেই ওয়েবসাইটে প্রবেশ করেন তবে সেই ওয়েবসাইটটি আপনাকে রিকমেন্ড রেজাল্ট দেখাতে পারে।
এ ছাড়াও সংশ্নিষ্ট ওয়েবসাইটগুলো গুগল, ফেসবুকের মতো বিজ্ঞাপন নির্ভর প্ল্যাটফর্ম। এসব প্ল্যাটফর্ম আপনার পছন্দ মতো পণ্যের বিজ্ঞাপন দেখাতে পারবে। মনে করুন, আপনি আলিবাবায় একটি ব্র্যান্ডের ঘড়ি সার্চ করলেন এরপর কুকিজের মাধ্যমে সেই ডাটাগুলো আলিবাবার কাছে চলে গেছে, এবার এখন যদি আবার আলিবাবা ভিজিট করেন অথবা গুগলে সার্চ করেন তবে আপনাকে আরও ওইরকম ঘড়ি দেখানো হবে, আপনাকে একই দাম রেঞ্জের আরও প্রডাক্ট দেখানো হবে।
বিষয় : ওয়েবসাইটে কুকিজ ইন্টারনেট ব্রাউজার
মন্তব্য করুন