- বাংলাদেশ
- দরকারি কয়েকটি ওয়েবসাইট
দরকারি কয়েকটি ওয়েবসাইট

ডাউন ডিটেক্টর : নতুন কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার সময় আমরা প্রায়ই দ্বিধান্বিত হয়ে পড়ি। অ্যাপ্লিকেশনটি ভালো কিনা, কোনো ধরনের সাইবার আক্রমণের আশঙ্কা আছে কিনা ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজে পাই না। এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে Downdetector.in।
হ্যাভ আই বিন পন্ড : অনেক সময় আমাদের কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাক হয়েছে, কি হয়নি- সেটি আমরা বুঝতে পারি না। মনে হয় সবকিছু ঠিক আছে, আবার মনে হয় সত্যি হ্যাক হয়ে গেলে কী হবে? এই সন্দেহ দূর করতে পারে Haveibeenpwned.com। অ্যাকাউন্ট ব্যবহারকারীদের পাসওয়ার্ড হ্যাক করা হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য এই সাইটটি কাজ করে।
আর্থ ডট এফএম : আচ্ছা, এই মুহূর্তে আমাজন জঙ্গলে পাখিরা কেমন করে ডাকছে বা সেখানে থাকলে ঠিক কেমন শব্দ শোনা যেত? ভাবছেন, সেটা তো আপনার জানার সাধ্যের বাইরে। কিন্তু এ রকম আরও অনেক কিছুই সম্ভব করেছে Earth.fm। এই ওয়েবসাইটে ব্যবহারকারীরা সারা বিশ্ব থেকে প্রাকৃতিক শব্দ শুনতে পারেন। বিশ্বের যে কোনো এভারগ্লেড বা ন্যাশনাল পার্ক থেকে শব্দের পেল্গলিস্টও বানানো যায়।
প্রিন্ট ফ্রেন্ডলি : আমাদের অনেক সময় ওয়েবপেজ প্রিন্ট করে পিডিএফ তৈরি করার প্রয়োজন হয়। Printfriendly.com ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো ওয়েব পেজ সহজেই প্রিন্ট করে পিডিএফ করা যায়।
পিক্সাবে : কোনো প্রজেক্টের কাজের জন্য বা যে কোনো ওয়েবসাইটে ব্যবহার করার জন্য কপিরাইটমুক্ত ছবি বা প্রতীকের প্রয়োজন হয়। কিন্তু এগুলো সহজে পাওয়া যায় না। তবে যে কোনো প্রজেক্ট বা ওয়েবসাইটের জন্য কপিরাইট মুক্ত ছবি বা সাইন ব্যবহার করতে সেরা ওয়েবসাইট Pixabay.com।
ডিসপজেবল ওয়েবপেজ : ব্যক্তিগত ওয়েব পেজ তৈরি করা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমন ঝামেলাপূর্ণ কাজ। এই কাজকে সহজ করেছে Disposablewebpage.com। এই ওয়েবসাইটটি ব্যক্তিগত ওয়েব পেজ তৈরি করতে সাহায্য করে, যা ব্রাউজারে লোকালভাবে সেভ করা হয়। এর জন্য কোনো লগইন, কোনো অ্যাকাউন্ট এবং মনে রাখার মতো কোনো পাসওয়ার্ডেরও দরকার নেই।
মন্তব্য করুন