- বাংলাদেশ
- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ত্রাণ বিতরণ
ক্যাম্পাস সংবাদ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ত্রাণ বিতরণ

ত্রাণ বিতরণ করছেন প্রাক্তন শিক্ষার্থীরা
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার ১৯৭২-১৯৭৫ ব্যাচের কৃষিবিদদের উদ্যোগে সুনামগঞ্জের বন্যাদুর্গতদের সাহায্যার্থে ত্রাণ বিতরণ করেছে। গত ২৭ জুন বন্যায় দুর্দশাগ্রস্ত ছাতকের চর মহল্লা ইউনিয়নের নানশ্রী গ্রামের প্রতিটি দুর্গত পরিবারের কাছে বিভিন্ন খাদ্যসামগ্রী দিয়ে তৈরি একটি করে প্যাকেট পৌঁছে দেওয়া হয়েছে। সর্বস্বহারা একেকটি পরিবার যাতে একটু স্বস্তি পায় সেই লক্ষ্যে প্রায় ১৫ কেজির প্রতিটি প্যাকেটে দেওয়া হয়েছে চাল, ডাল, সয়াবিন তেল, লবণ, সাবান, চিড়া, বিস্কুট ইত্যাদি। প্রতিটি প্যাকেটের বাজারমূল্য ১ হাজার টাকার বেশি।
বয়োজ্যেষ্ঠ কৃষিবিদদের তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা থেকে গিয়ে প্রায় তিন ঘণ্টার নৌপথ পাড়ি দিয়ে নানশ্রী গ্রামে উপস্থিত থেকে এসব ত্রাণের প্যাকেট সুষ্ঠু বিতরণ পর্যবেক্ষণ করেছেন। ছাতক কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগিতায় ত্রাণসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, সহকারী কৃষি কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা।
বয়োজ্যেষ্ঠ কৃষিবিদদের তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা থেকে গিয়ে প্রায় তিন ঘণ্টার নৌপথ পাড়ি দিয়ে নানশ্রী গ্রামে উপস্থিত থেকে এসব ত্রাণের প্যাকেট সুষ্ঠু বিতরণ পর্যবেক্ষণ করেছেন। ছাতক কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগিতায় ত্রাণসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, সহকারী কৃষি কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা।
মন্তব্য করুন