- বাংলাদেশ
- বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ আমান গ্রুপের
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ আমান গ্রুপের

আমান গ্রুপের পক্ষ থেকে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ
দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আমান গ্রুপের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে সঙ্গে নিয়ে নেত্রকোনার মোহনগঞ্জ, মৌলভীবাজারের বড়লেখা এবং কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কয়েক হাজার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
আমান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আমান সিমেন্ট ও আমান ফিড মিলসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা বিতরণ কার্যক্রমে অংশ নেন। ত্রাণের প্যাকেটে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও মোমবাতি রয়েছে।
নেত্রকোনার মোহনগঞ্জ: আমান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান, আমান সিমেন্ট ও আমান ফিডের উদ্যোগে সোমবার নেত্রকোনার মোহনগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ছাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, আর্তমানবতার সেবায় আমান গ্রুপ যেভাবে এগিয়ে এসেছে তা সকলের জন্য অনুকরণীয়। তিনি আরও বলেন, ভবিষ্যতেও আমান গ্রুপ এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে এটি আমাদের প্রত্যাশা।
মৌলভীবাজারের বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখায় সোমবার আমান গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান, আমান সিমেন্ট ও আমান ফিডের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী। এ সময় তিনি দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমান গ্রুপকে ধন্যবাদ জানান। বড়লেখা পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীসহ আমান সিমেন্ট ও আমান ফিডের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
কুড়িগ্রামের যাত্রাপুর: বন্যাদুর্গত কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুরে ইউনিয়নে সোমবার আমান গ্রুপের উদ্যোগে দুর্গত মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কর্মসূচি উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হাসান। আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর, আমান সিমেন্টের সিনিয়র ম্যানেজার মো. কামরুজ্জামান, ডেপুটি ম্যানেজার কামরুল হাসান, আমান গ্রুপের কর্মকর্তা এবং সিমেন্ট ও ফিডের ডিলারগণ।
মন্তব্য করুন