- বাংলাদেশ
- অবশেষে খুলল নলকা সেতুর উভয় লেন
অবশেষে খুলল নলকা সেতুর উভয় লেন

নলকা সেতু, ছবি: সমকাল
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রংপুর মহাসড়কে সওজের ‘নতুন নলকা’ সেতুর দুটি লেনই অবশেষে খুলে দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উত্তর দিকের লেনটি চালুর মধ্য দিয়ে দুটোই খুলে দেওয়া হল।
ঢাকা থেকে উত্তরের পথে আশির দশকে সওজের দুর্ভোগের সেতু হিসেবে খ্যাত ‘পুরাতন নলকা’ সেতুর পাশে নবনির্মিত সেতুর উভয় লেন খুলে দেওয়ায় চালক ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
রোজার ঈদের আগে গত ২৫ এপ্রিল নতুন সেতুটির দক্ষিণের লেন চালু হয়। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) প্রকৌশলী ও হাটিকুমরুল থানা পুলিশের সামনেই এটি খুলে দেন ঠিকাদারি প্রতিষ্ঠান হেগো-মীর আকতার নামে যৌথ নির্মাণকারী প্রতিষ্ঠান।
নতুন এ সেতুটি নির্মাণের আগে বছর বছর সেতুর ওপরিভাগে খানাখন্দ মেরামতে এক ধরনের বাণিজ্য শুরু হয়। সেইসঙ্গে শুরু হয় ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষজনের দুর্ভোগ।
বিবিএর নির্বাহী প্রকৌশলী ও সওজের সাসেক প্রকল্পের উপ-ব্যবস্থাপক আহসান মাসুদ বাপ্পি লেন জানান, সেতুর দুটি লেন চালুর মধ্য দিয়ে উত্তর-দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াতের এ সড়কটিতে ভোগান্তি কিছুটা কমবে।
মন্তব্য করুন