বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শুরু হয়েছে স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচনের মাধ্যমে ‘মার্কস অ্যাকটিভ স্কুল চেজ চ্যাম্প’ শীর্ষক এই প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় পুলিশের মহাপরিদর্শক এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ড. বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, আবুল খায়ের গ্রুপের ডিএমডি এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি আবু সাঈদ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশকে মাদক ও জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করতে হলে তরুণ প্রজন্মকে ক্রীড়ামোদী করে গড়ে তুলতে হবে। দেশে একটি ন্যাশনাল দাবা সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তারা।

এর আগে অনলাইন গেমের পারফরমেন্সের ভিত্তিতে দেশের বিভিন্ন স্কুল থেকে বাছাই করে সেরা পঞ্চাশজন ছাত্র-ছাত্রী দেশের গ্র্যান্ডমাস্টারদের সঙ্গে সিমুলটেনিয়াস গেমে অংশ নেন। অংশগ্রহণকারীদের গ্র্যান্ডমাস্টারদের স্বাক্ষরিত সনদপত্র তুলে দেওয়া হয়।

উদ্বোধন অনুষ্ঠানে দেশের সব জেলা পুলিশের এসপি ও সেসব জেলার দাবা খেলোয়াড়রা অনলাইনে সংযুক্ত ছিলেন।