৩৩তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে (আইবিও) অংশ নিতে প্রস্তুত ‘টিম বাংলাদেশ’। বিডিবিও-সমকাল জীববিজ্ঞান উৎসবে চূড়ান্তভাবে চার বিজয়ী ও দুই জুরিবোর্ড সদস্যসহ মোট ছয় সদস্যের দল আগামী ১০-১৮ জুলাই আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে অনুষ্ঠেয় আইবিও-২০২২-এ অংশ নিতে যাত্রা করবেন। 

টিম বাংলাদেশের চার সদস্য হলেন— রায়ান রহমান, ফাইয়াদ আহমেদ, খন্দকার ইশরাক আহমদ ও তাহসিন শান লিওন। জুড়ি বোর্ডের সদস্য হিসেবে থাকছেন— অধ্যাপক ড. রাখহরি সরকার ও ডা. সৌমিত্র চক্রবর্তী।

মঙ্গলবার তেজগাঁয়ের সমকাল সভাকক্ষে বিশ্বমঞ্চে বাংলাদেশে প্রতিনিধিত্বকারী ‘টিম বাংলাদেশ’র সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড ও সমকাল। 

উপস্থিত অতিথিদের পাশাপাশি সভায় চূড়ান্তভাবে বিজয়ী চার শিক্ষার্থী, জুরি সদস্য ও অভিভাবকরা প্রত্যাশার কথা তুলে ধরেন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের (বিডিবিও) সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজনে উপস্থিত ছিলেন— সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, চ্যানেল টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা তরুন চক্রবর্তী, সমকালের সহযোগী সম্পাদক সবুজ ইউনুস, বিডিবিও-সমকাল বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব-২০২২- এর কোচ অধ্যাপক ড. রাখহরি সরকার, সদস্য সচিব ডা. সৌমিত্র চক্রবর্তী, সমকালের ফিচার সম্পাদক মাহবুব আজীজ, সম্পাদকীয় বিভাগের প্রধান শেখ রোকন ও সহকারী সম্পাদক জিয়া হাসান। সঞ্চালনা করেন সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক আসাদুজ্জামান।

টিম বাংলাদেশের চার সদস্য

অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, জীববিজ্ঞানের সঙ্গে জীবনের গভীর সম্পর্ক। সামনে অনেক চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রস্তুত হতে হবে। আমরা বিজ্ঞান চর্চা করতে চাই, আমারা বিজ্ঞানমনষ্ক জাতি হিসেবে তৈরি হতে চাই। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তোমরা এমন কাজ করবে যেন দেশ তোমাদের জন্য গর্ব করে।

মোজাম্মেল হোসেন বলেন, বিজ্ঞান চর্চায় তরুণরা এগিয়ে যাচ্ছে। সমকাল চায় বিজ্ঞানমনষ্ক, বিজ্ঞানভিত্তিক সমাজ গড়ে ওঠুক। বিজ্ঞান নিয়ে নানা আয়োজনের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা আনন্দিত। দেশ, জাতি, সংস্কৃতির পাশাপাশি বিজ্ঞানকেও ভালোবাসতে হবে। বাংলাদেশ দলের সাফল্য কামনা করছি। তোমরা দেশের জন্য গৌরব বয়ে আনবে।

আবু সাঈদ খান বলেন, দীর্ঘ পথ পেরিয়ে আর্মেনিয়ার উদ্দেশে তোমাদের এ যাত্রা আজ থেকে শুরু হয়ে গেল। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে বিশ্বে প্রতিষ্ঠিত করেছি। তোমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এ প্রতিযোগিতায় সাফল্য বয়ে আনবে।

তরুন চক্রবর্তী বলেন, বিজ্ঞানভিত্তিক জাতি গঠনে তরুণদের ভূমিকা অপরিশীম। দেশে বিজ্ঞানের অগ্রযাত্রাকে তরান্বিত করতে এমন আয়োজন। তোমরা বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করবে এ প্রত্যাশা রইল।

সবুজ ইউনুস বলেন, তোমরা বিশ্বাঙ্গনে দেশের পতাকা তুরে ধরবে। দেশের জন্য সুফল বয়ে আনবে। সবার জন্য শুভ কামনা।

মাহবুজ আজীজ বলেন, নতুন প্রজন্মের হাতে দেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের তারুণ্যের সাফল্য দেশের মুখ উজ্জ্বল করবে।

শেখ রোকন বলেন, ছাত্র-শিক্ষক, অভিভাবক ও আয়োজকদের সম্মিলিত প্রচেষ্টায় আজ আমরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে পারছি, এটি আনন্দে, গৌরবের।

বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড (বিডিবিও) ও সমকালের যৌথ উদ্যোগে প্রতিবছর আয়োজিত হয় বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব। কারিগরি সহযোগী হিসেবে রয়েছে ল্যাববাংলা।