জোর করে হাটে গরু নামাতে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা চালিয়েছে ইজারাদারের লোকজন। এতে আহত হয়েছেন পুলিশের উপপরিদর্শক। বুধবার ভোরে ফতুল্লার ভুঁইগড় এলাকায় মানিক চাঁনের ইজারাপ্রাপ্ত হাটের সামনে লিঙ্ক রোডে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ গিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সুজন সরদার, অপু কাজী ও সোহেল। এ ঘটনায় আহত উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে থানায় ১৭ জনের নামে মামলা করেছেন। মামলায় উল্লেখ করা হয়, বুধবার ভোরে লিঙ্ক রোড দিয়ে নারায়ণগঞ্জ থেকে ট্রাকে আসার পথে মানিক চাঁনের লোকজন জোর করে হাটে গরু নামানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গরু নামাতে বাধা দেয়। এসময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে মানিক চাঁনের লোকজন।
এলাকাবাসীর অভিযোগ, ফতুল্লার সাইনবোর্ড শান্তিধারা ও ভুঁইগড় এলাকায় জনসাধারণের চলাচলের গলি সড়কে প্রতিবছর পৃথক দুটি হাট বসায় স্থানীয় কিছু লোক। স্থানীয়দের বাড়ির গেটেও হাটের গরু বেঁধে রাখে ইজারাদারের লোকজন। কেউ প্রতিবাদ করলেই বাড়ির গেটে তালা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে মানিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।
ফতুল্লা থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, হামলায় জড়িতরা ছাড় পাবে না।