- বাংলাদেশ
- বুস্টারে গতি বাড়াতে মঙ্গলবার থেকে ক্যাম্পেইন
বুস্টারে গতি বাড়াতে মঙ্গলবার থেকে ক্যাম্পেইন

করোনা সংক্রমণ বাড়লেও বুস্টার ডোজ গ্রহণে সাধারণ মানুষ তেমন আগ্রহ দেখাচ্ছেন না। ফলে এক মাসের বেশি সময় পর আবার বুস্টার ডোজ ক্যাম্পেইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রেক্ষাপটে আগামী মঙ্গলবার সারাদেশে বুস্টার ডোজ প্রদান দিবস পালন করা হবে।
এর আগে গত ৪-১০ জুন দেশব্যাপী বুস্টার ডোজ সপ্তাহ পালন করে সরকার। প্রত্যাশিত সাড়া না পাওয়ায় দ্বিতীয় দফায় এবার ক্যাম্পেইনের সিদ্ধান্ত নেওয়া হলো। একই সঙ্গে চলবে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, উপযুক্ত প্রমাণসাপেক্ষে (কভিড-১৯ টিকার কার্ড বা সনদ) নিকটবর্তী টিকাদান কেন্দ্র বা বাংলাদেশের যে কোনো করোনা টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহীতা বুস্টার ডোজ নিতে পারবেন। সব টিকাদান কেন্দ্রে ফাইজার টিকা প্রদানের শর্তাবলি অনুসরণ করতে হবে। সকাল ৯টা থেকে টিকাদান শুরু হবে। এ ছাড়া নিয়মিত টিকাদান কার্যক্রম হিসেবে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকাদানও চলবে। প্রসঙ্গত, দেশে শতভাগ জনগোষ্ঠী টিকার প্রথম ডোজ নিয়েছে। দ্বিতীয় ডোজ নিয়েছে ৭০ শতাংশ জনগোষ্ঠী। তবে তৃতীয় ডোজ নেওয়া নাগরিকের সংখ্যা মাত্র ২৫ শতাংশ।
মন্তব্য করুন