চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন ফি জমা দেওয়ার সময় শুক্রবার রাত ১২ টায় শেষ হয়েছে। আবেদন ফি জমা দিয়েছেন এক লাখ ৪৩ হাজার ৭২৫ শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে চার হাজার ৮২৬ টি । সেই হিসাবে এক আসনে এবার লড়বেন ২৯ ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

এর আগে ১৫ জুন আবেদন শুরু ও ৮ জুলাই শেষ হয়। এতে ১ লাখ ৫৯ হাজার ১০৪ শিক্ষার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে গত রাত ১২ পর্যন্ত যাঁরা আবেদন ফি জমা দিয়েছেন তাঁরাই ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। 

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক মোহাম্মদ খায়রুল ইসলাম বলেন, ‘ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় সংশোধনের প্রয়োজন রয়েছে। তাঁরা আগামী ২০ জুলাই পর্যন্ত সংশোধন করতে পারবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবারও চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে ভর্তি পরীক্ষা হবে ৷ এর মধ্যে ‘এ’ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১২টি।

এতে লড়বেন ৫৪ হাজার ১০৫ শিক্ষার্থী৷ সেই হিসাবে এক আসনে প্রতিদ্বন্দ্বী প্রায় ৪৫। ‘বি’ ইউনিটের আসন রয়েছে ১ হাজার ২২১টি। মোট পরীক্ষার্থী ৩৫ হাজার ৭৭৯ জন৷ এক আসনে লড়বেন ২৯ শিক্ষার্থী ।

পরীক্ষার সূচি

১৬ ও ১৭ আগস্ট ‘এ’ ইউনিট, ১৯ আগস্ট ‘সি’ ইউনিট, ২০ ও ২১ আগস্ট ‘বি’ ইউনিট, ২২ ও ২৩ আগস্ট ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৪ আগস্ট সকালে উপ-ইউনিট বি-১ ও একই দিন বিকেলে ডি-১ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.cu.ac.bd/ থেকে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা বিস্তারিত জানতে পারবেন।