বিশিষ্ট নজরুল গবেষক আসাদুল হক গত ৮ জুলাই রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসভবনে মারা গেছেন। রমনা থানা জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার পর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার বয়স হয়েছিল ৯৯ বছর।

তিনি পাকিস্তান ও বাংলাদেশ ফরেন সার্ভিসে কাজ করেছেন। কলকাতায় থাকাকালে তিনি কাজী নজরুল এবং তাঁর পরিবারের সান্নিধ্যে আসেন। জাতীয় কবির ওপর ২০টিরও বেশি গ্রন্থ লিখেছেন আসাদুল হক। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনেও তার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

গবেষণা কাজের স্বীকৃতিস্বরূপ তিনি নজরুল একাডেমি, ঢাকা একাডেমি, নজরুল ইনস্টিটিউট (স্বর্ণ পদক), নজরুল বিশ্ববিদ্যালয়, পুরুলিয়া সংগীত একাডেমি, নজরুল হিন্দোল সংগীত একাডেমি এবং নজরুল সংগীত শিল্পী পরিষদের মতো বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারা সংবর্ধিত ও পুরস্কৃত হয়েছেন। তিনি আন্তর্জাতিক নজরুল গবেষণা কেন্দ্রের চেয়ারপারসন ছিলেন।