- বাংলাদেশ
- ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে ঈদ পুনর্মিলনী
ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে ঈদ পুনর্মিলনী

ঈদ পুনর্মিলনীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ অতিথিরা, ছবি: সমকাল
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় সময় শুক্রবার ম্যারিল্যান্ডে বাংলাদেশ হাউসে এ অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের মহাপরিচালক এবং গ্লোবাল ট্যালেন্টের পরিচালক রাষ্ট্রদূত মার্সিয়া এস বার্নিকাট। বিভিন্ন দেশের কূটনীতিক, মার্কিন সরকার ও স্টেট ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার বক্তব্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করেন এবং আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে যে সহায়তা পেয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদুল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বাংলাদেশে তার চমৎকার সময়ের কথা স্মরণ করেন এবং আশা প্রকাশ করেন দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ও সম্পর্ক সবসময় বজায় থাকবে।
রাষ্ট্রদূত শহিদুল ইসলাম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান।
মন্তব্য করুন