- বাংলাদেশ
- পানির দাম না কমালে খুলনা ওয়াসা ঘেরাও করবে সিপিবি
পানির দাম না কমালে খুলনা ওয়াসা ঘেরাও করবে সিপিবি

গণশুনানি না করে খুলনা ওয়াসার পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর শাখা। সোমবার পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে পার্টির কার্যালয়ে এক প্রতিবাদ সভায় অবিলম্বে বর্ধিত মূল্য না কমালে খুলনার জনগণকে সঙ্গে নিয়ে আগস্ট মাসে ওয়াসা ঘেরাও কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়।
নগর সভাপতি মিজানুর রহমান বাবুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নগর সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালী, সিপিবি নেতা এইচএম শাহাদাৎ, মোস্তাফিজুর রহমান রাসেল, রঙ্গলাল মৃধা, তোফাজ্জেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, নীরজ রায় প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রতিবছর খুলনা ওয়াসা পানির মূল্য বৃদ্ধি করে। এবছরও তার ধারাবাহিকতায় গণশুনানি না করে ২৮ শতাংশ বৃদ্ধি করেছে, যা সাধারণ মানুষের ওপর মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।
মন্তব্য করুন