- বাংলাদেশ
- ধর্মীয় সম্প্রীতি বাড়াতে ২৫ কোটি টাকার ক্রয় চুক্তি
ধর্মীয় সম্প্রীতি বাড়াতে ২৫ কোটি টাকার ক্রয় চুক্তি

জনগণের মাঝে সম্প্রীতি বাড়াতে 'ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ' প্রকল্পের আওতায় ২৫ কোটি টাকা ব্যয়ে দুটি প্রতিষ্ঠানের সঙ্গে ক্রয় চুক্তি করেছে ধর্ম মন্ত্রণালয়। চুক্তিবদ্ধ হওয়া একটি মিডিয়া ও একটি আইসিটি পরামর্শক প্রতিষ্ঠান এ কর্মসূচি বাস্তবায়ন করবে।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং মিডিয়া পরামর্শক প্রতিষ্ঠান 'বাংলাঢোল লিমিটেড' ও আইসিটি পরামর্শক প্রতিষ্ঠান 'রিভ সিস্টেম লিমিটেডে'র মধ্যে এই ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদারসহ অন্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে 'ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ' প্রকল্পের পরিচালক আবদুল্লাহ-আল-শাহীন, 'বাংলাঢোল লিমিটেডে'র ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক এবং 'রিভ সিস্টেম লিমিটেডে'র যৌথ উদ্যোগ অংশীদার 'অ্যাডি সফট লিমিটেডে'র ব্যবস্থাপনা পরিচালক সাকিব রাব্বানি নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী মিডিয়া পরামর্শক প্রতিষ্ঠান 'বাংলাঢোল লিমিটেড' অপর দুটি পরামর্শক প্রতিষ্ঠান 'মিডিয়াকম লিমিটেড' ও 'প্যানোরামা ক্রিয়েটর্সে'র সঙ্গে যৌথভাবে জনগণের মাঝে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বাড়াতে বিভিন্ন আগ্রহ ও উদ্দীপনামূলক কর্মসূচি পরিচালনা করবে।
এটি সম্প্রীতি ও সচেতনতামূলক বার্তাসমৃদ্ধ লিফলেট, পোস্টার, বিজ্ঞাপন, নিউজ লেটারসহ বিভিন্ন প্রিন্টেড ম্যাটারিয়াল ও অডিও ভিজ্যুয়াল কনটেন্ট প্রস্তুত করবে। প্রতিষ্ঠানটি এসব কনটেন্ট প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রকাশ ও প্রচারের ব্যবস্থা করবে।একই সঙ্গে এটি রাজধানীসহ দেশের বিভাগীয় শহরগুলোতে সম্প্রীতি ও সচেতনতামূলক বার্তা সংবলিত ডিজিটাল বিলবোর্ড স্থাপন করবে।
এ ছাড়া, প্রতিষ্ঠানের উদ্যোগে ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব ও সম্প্রীতি বৃদ্ধিতে করণীয় তুলে ধরে দেশি-বিদেশি গণমাধ্যমে প্রবন্ধ-নিবন্ধ প্রকাশ করা হবে।
মিডিয়া পরামর্শক প্রতিষ্ঠানের প্রোমোশনাল কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নে তথ্য-প্রযুক্তিগত সহযোগিতা প্রদানে কাজ করবে আইসিটি পরামর্শক প্রতিষ্ঠান 'রিভ সিস্টেম লিমিটেড'। এটি 'অ্যাডি সফট লিমিটেড' ও 'প্রাচুর্য ইঞ্জিনিয়ারিং লিমিটেড' নামের দুটি আইসিটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবে।
কার্যক্রমের আওতায় একটি ডাইনামিক ওয়েব পোর্টাল ও ড্যাশবোর্ড, ১০টি মোবাইল অ্যাপ, একটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ভিত্তিক বট (বিওটি) সিস্টেম ডেভেলপ করা হবে। একই সঙ্গে, ডিজিটাল প্রচারণা ও জরিপ ব্যবস্থাপনা মডিউল এবং একটি পি আর সিস্টেম প্রস্তুত করে এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধর্মীয় বাণীর প্রচার এবং খুদে বার্তাসহ ভয়েস মেসেজ ও ই-মেইল বার্তা পাঠানো হবে।
অভিযোগ ব্যবস্থাপনা ও প্রতিকার মডিউলের মাধ্যমে অভিযোগ গ্রহণ, পর্যালোচনা ও প্রতিকারের ব্যবস্থা থাকবে। এছাড়া একটি কল সেন্টারের মাধ্যমে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধর্মীয় বিষয়ে প্রশ্নোত্তরমূলক সেবা প্রদান করা হবে।
মন্তব্য করুন