দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত রোগী আগের দিনের চেয়ে আরও কমেছে। তবে বেড়েছে মৃত্যু। এই সময়ে মৃত্যু হয়েছে চারজনের; আগের দিনে সংখ্যাটি ছিল ২।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ৪৪৬ জন রোগী শনাক্ত হয়েছেন বলে জানায়। এর আগের দিন শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৬২০ জন।

নতুন শনাক্ত রোগীদের নিয়ে দেশে আক্রান্ত সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ১ হাজার ৩৪৫ জন। আর মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ২৬২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন এক হাজার ৪৩৪ জন। এরমধ্যে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৪ হাজার ৬৯৩ জন।