ঢাকা ও নারায়ণগঞ্জের ফতুল্লা কেন্দ্রিক একটি মাদক কারবারি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা এবং ফতুল্লায় এ অভিযান চালানো হয়।

চক্রটি মূলত আইস ও ইয়াবা বিক্রি করে আসছিল। অভিযানে তাদের কাছ থেকে ২০০ গ্রাম আইস ও ১১ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। যার দাম প্রায় ৫৪ লাখ টাকা।

গ্রেপ্তার সাতজন হলেন, রফিক উল্লাহ, সরওয়ার কামাল, ইমরান হোসেন, মো. মহসীন, মিরাজ শেখ, প্রান্ত ভট্টাচার্য ও মামুনুর রশীদ মিম।

ডিএনসি ঢাকা মহানগর উত্তর কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান জানান, বিভিন্ন পেশার আড়ালে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা ও আইস এনে ঢাকা-ফতুল্লায় বিক্রির একটি চক্রের ব্যাপারে তথ্য পাওয়া যায়। এরপর প্রযুক্তির সহায়তায় চক্রের সদস্যদের অবস্থান শনাক্ত করা হয়।

ডিএনসির সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে উত্তরা, ধানমন্ডি, গুলশান, তেজগাঁও এবং রমনা সার্কেলের সমন্বয়ে গঠিত টিম শুক্র ও শনিবার অভিযান চালিয়ে জড়িতদের গ্রেপ্তার করে। তাদের মধ্যে মগবাজারের নয়াটোলা থেকে গ্রেপ্তার রফিক উল্লাহর কাছে এক হাজার পিস ইয়াবা ও ২০০ গ্রাম মিথাইল অ্যামফিটামিনযুক্ত ক্রিস্টাল মেথ বা আইস পাওয়া যায়। তিনি পেশায় মুদি দোকানি। অপর আসামি সরওয়ার কামাল পেশায় শ্রমিক। তাকে দুই হাজার পিস ইয়াবাসহ তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ব্যবসায়ী ইমরান হোসেনের কাছে পাওয়া গেছে এক হাজার পিস ইয়াবা। আর চার হাজার পিস ইয়াবা মিলেছে টি-শার্ট ও বেল্ট বিক্রেতা মো. মহসীনের কাছে। একইভাবে অটোরিকশা চালক মিরাজ শেখও এই চক্রের সদস্য। তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

ডিএনসি জানায়, জিজ্ঞাসাবাদে রফিক উল্লাহর দেওয়া তথ্যের ভিত্তিতে রমনা সার্কেলের বিশেষ দল শনিবার সকালে হাতিরঝিল এলাকা থেকে বাকি দুইজনকে এক হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। তাদের মধ্যে প্রান্ত একটি পরিবহন কোম্পানির সুপারভাইজার এবং মামুনুর পেশায় ইলেক্ট্রিক মিস্ত্রি। এছাড়া গ্রেপ্তার সাতজনের কাছ থেকে মাদক বিক্রির তিন লাখ ২০ হাজার টাকাও জব্দ করা হয়।