- বাংলাদেশ
- ট্রেনে অবৈধ ভ্রমণ, পাঁচদিনে বিমানবন্দর স্টেশনে ১১৭ যাত্রী আটক
ট্রেনে অবৈধ ভ্রমণ, পাঁচদিনে বিমানবন্দর স্টেশনে ১১৭ যাত্রী আটক

ট্রেনে অবৈধ ভ্রমণের ফাইল ছবি
ট্রেনের ছাদে, বাম্পারে ও ইঞ্জিনে যাত্রীদের অবৈধ ভ্রমণ বেড়েই চলেছে। ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে গত পাঁচদিনে ১১৭ জনকে আটক করা হয়েছে এ অভিযোগে।
রেলওয়ের বিভিন্ন স্টেশনে কর্মরত অসাধু কিছু নিরাপত্তা কর্মীর যোগসাজশে ট্রেনে এ অবৈধ ভ্রমণ বাড়ছে বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযাগ অস্বীকার করে তারা জানিয়েছেন, ট্রেনে অবৈধ ভ্রমণ রোধে অভিযান অব্যাহত আছে।
অথচ প্রায়ই দেশের বিভিন্ন এলাকায় চলাচল করা আন্তঃনগর ট্রেনের ছাদে, বাম্পারে ও ইঞ্জিনে ভ্রমণ করতে দেখা যায় এক শ্রেণির যাত্রীদের।
ট্রেনে অবৈধ ভ্রমণ রোধে শনিবার বিমানবন্দর রেলস্টেশনে অভিযান পরিচালনা করেন রেলওয়ের বিমানবন্দর সার্কেলের নিরাপত্তা (আরএনবি) সদস্যরা। এসময় অবৈধ ভ্রমণের অভিযোগে পাঁচ যাত্রীকে আটক করা হয়।
তারা হলেন, মো. সাইক আহমেদ ইমন (১৯), মো. শান্ত (২০), মো. আবু জাহিদ ইসলাম (১৮), মো. শান্ত (১৫) ও মো. রাজু আহমেদ (১৩)। তাদের কমলাপুর জিআরপি থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।
আরএনবি নিরাপত্তা সদস্যরা জানান, এ নিয়ে গত পাঁচদিনে বিমানবন্দর রেলস্টেশন থেকে ১১৭ জন যাত্রীকে আটক করা হয়। রেলওয়ের প্রচলিত আইন অনুযায়ী জিআরপি থানা পুলিশের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনুনাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক সরদার শাহদাত আলী জানান, ট্রেনের ছাদে, বাম্পারে ও ইঞ্জিনে ভ্রমণ অবৈধ। এই অবৈধ ভ্রমণ রোধে ঢাকাসহ দেশের সব স্টেশনে অভিযান অব্যাহত রয়েছে।
বিমানবন্দর সার্কেলের আরএনবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. ফিরোজ আলী সমকালকে জানান, ট্রেনে অবৈধ ভ্রমণ ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হয়। এর ধারাবাহিকতায় গত পাঁচদিনে ১১৭ জন যাত্রীকে আটক করা হয়।
মন্তব্য করুন