- বাংলাদেশ
- উন্নত দেশ গড়তে যুবসমাজকে অর্থনৈতিক কাজে অন্তর্ভুক্ত করতে হবে: তাজুল ইসলাম
উন্নত দেশ গড়তে যুবসমাজকে অর্থনৈতিক কাজে অন্তর্ভুক্ত করতে হবে: তাজুল ইসলাম

টাকার পাশাপাশি ইউরো, ইয়েন, রুপিসহ অনেক দেশের মুদ্রার মান কমেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বের প্রায় সকল দেশই কৃচ্ছতা সাধন নীতি অনুসরণ করছে। জ্বালানি সংকট, খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধিসহ আমদানি-রপ্তানির উপর প্রভাব পড়েছে। এটা শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্বে।
মন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে রূপান্তরিত করতে হলে অর্থনৈতিক কর্মকাণ্ডে দেশের যুবসমাজকে অন্তর্ভুক্ত করতে হবে। যুবারা দেশের শক্তি। আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের সারথী। তাদের অংশগ্রহণ দেশকে নির্দিষ্ট লক্ষে পৌঁছানোর কাজ সহজ করে দেবে। এ জন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, আমাদের সাফল্য নেই একথা ঠিক নয়। এক সময় দেশে মানুষ অনাহারে থাকতো। এখন সেই পরিস্থিতি নেই। অর্থনৈতিক অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। খাদ্য ঘাটতি দূর করে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠামো উন্নয়নসহ সকল খাতে সমান গুরুত্ব দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে।
একশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজ ফারাহ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সেলিম রায়হান, প্রভাষক শাকিল আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
মন্তব্য করুন