- বাংলাদেশ
- রাবির ভর্তি পরীক্ষা শেষ
রাবির ভর্তি পরীক্ষা শেষ

শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে লাইনে অপেক্ষা করছেন, ছবি: সমকাল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। তিন দিনব্যাপী এই পরীক্ষার শেষ দিন বুধবার বাণিজ্যের ‘বি’ ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হয়। তিন শিফটে অনুষ্ঠিত পরীক্ষায় এ দিন উপস্থিতির হার ছিল প্রায় ৮৭ শতাংশ।
বুধবার সকাল সাড়ে ৯টায় ডিনস কমপ্লেক্সের সামনে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, ‘বি’ ইউনিটের প্রধান সমন্বয়কারী ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ফরিদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে উপস্থিত ছিলেন।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা দেওয়ার জন্য উপাচার্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আগামীতেও বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডে অনরূপ সহযোগিতা পাওয়া যাবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার বিজ্ঞানের ‘সি’ ইউনিট এবং মঙ্গলবার মানবিকের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার কোটাসহ চার হাজার ৬৪১টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
মন্তব্য করুন