দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপ্রকল্প পরিচালক (ব্রিজ/কালভার্ট) মো. আলতাফ হোসেনের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা নোটিশটি আলতাফ হোসেনের কাছে পাঠানো হয়।

নোটিশে বলা হয়, অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে যে, তিনি নামে-বেনামে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভুত সম্পদের মালিক হয়েছেন।

আলতাফ হোসেনকে নিজের, তার স্ত্রীর ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে-বেনামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও অর্জিত সম্পদের উৎস্য জানাতে বলা হয়েছে। 

নোটিশ প্রাপ্তির ২১ কার্যদিবসের সম্পদের হিসাবসহ যাবতীয় তথ্য ঢাকায় দুদবের প্রধান কার্যালয়ে জমা দিতে হবে আলতাফ হোসেনকে।

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়া হলে কমিশন আইনের ধারা ২৬ এবং উপ-ধারা (২) মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় নোটিশে।